1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

পাওনা টাকা চাওয়াই সরকারি কর্মকর্তাকে মারধোরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৫৫ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মো. লিটন মিয়া (৩৭) ও তার স্ত্রী ইয়াসমিন(২৫) পাওনা টাকা চাওয়াই তাদেরকে মারধোর করেছে। মারধোরের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন লিটন মিয়া। রোববার (২৯ আগস্ট) দুপুর ১২ টায় পৌর সদর বাজারে বিলাসী শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশ্বে অবস্থিত তাদের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মো: লিটন মিয়া লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমি বাড়িতে বিল্ডিং নির্মাণ করিতেছি। বিবাদী কাইয়ুমুজ্জামান পলাশ (৩০) একই সাথে মিলে কিছুটা ইট ক্রয় করি। পলাশের কাছে আমি ইট ও মিস্ত্রী কাজের বাবদ ১১৫০ টাকা পাই। ওই টাকা তার কাছে চাইলে সে ক্ষিপ্ত হয়ে বাঁশের লাটি নিয়ে আমার বাসার মধ্যে ঢুকে আমাকে ও আমার স্ত্রীকে এলোপাথাড়ি ভাবে মারধোর করে আহত করে। আমার স্ত্রী ইয়াসমিনের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে কিলঘুষি ও পা দিয়ে পাড়ায়ে মারাত্মক আহত করে। এ সময় (আমার স্ত্রী) তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আমাদের মারধোর করার সময় আশপাশের লোকজন ছুটে আসলে ইয়ুমুজ্জামান পলাশ হুমকি দিয়ে চলে যায়। তিনি আরো বলেন, এ ঘটনায় আমি বাদি হয়ে ঘটনার পর কাইয়ুমুজ্জামান পলাশের বিরুদ্ধে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আপনারা আপনাদের স্ব-স্ব পত্রিকায় সংবাদটি তুলে ধরার জন্য অনুরোধ করছি। যাতে আমি এই নির্যাতনের সঠিক বিচার পাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category