মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ পরিষদের হলে উপজেলা শাখার সভাপতি মো. আবু দাউদ মোল্লার সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠীর ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত শাওন। উৎপল কুমার ভৌমিক সাধারণ সম্পাদকের পেশ করা বার্ষিক রিপোর্ট এর উপর বক্তব্য রাখেন প্রবীণ সদস্য হাজি আব্দুল মালেক শিকদার, সাংবাদিক শাহ্ মো. ফারুক হোসেন, শিক্ষক কবিরুল আলম, দীপঙ্কর পাল, শাহ্ কুতুবুজ্জামান প্রমুখ।
বৃহস্পতিবার রাতে উদীচীর দ্বি—বার্ষিক কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মো. আবু দাউদ মোল্লাকে সভপতি এবং উৎপল কুমার ভৌমিককে সাধারণ সম্পাদক করে মোট ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।