মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা :
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের মধুখালীতে সাংবাদিক সৌগত বসু নামে এক সাংবাদিকের বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৮) ও মা কাকলী বুস (৬০) দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহতের ঘটনা ঘটেছে। এ সময় তাদের গৃহপরিচিকা প্রীতি মালো (১৫) নামে এক তরুনীও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ ঘটনা ঘটেছে। সৌগত বসু আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ঢাকায় কর্মরত রয়েছেন।
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্লব নামে এক যুবককে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
ডুমাইন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জীবন কুমার মন্ডল জানান, রাতে হঠাৎ আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে শ্যামলন্দ ও তার স্ত্রীকে কুপিয়ে এবং কাজের মেয়েটিকে মাথায় ও শরীরে আঘাত করা হয়েছে। তারা এসময় অজ্ঞান হয়ে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মনে হচ্ছে চুরি করতে ঢুকেছিল দূর্বৃত্তরা।
সাংবাদিক সৌগত বসু বলেন, বাড়িতে আমার বাবা—মা ছাড়া কেউ বাড়িতে থাকেনা। আমার অসুস্থ মাকে দেখাশুনা করত প্রীতি নামের একটি মেয়ে। তারা এখন গুরুত্বর অসুস্থ, পুরো ঘটনা এখনো বলতে পারছিনা। তবে তাদের কারো সাথে গ্রামে ঝামেলা নেই বলে জানান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক অর্ণব জানান, শ্যামলেন্দু বসুর মাথায় গুরুত্বর আঘাত রয়েছে। তাঁর মাথার হাড় ভেঙে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অন্যদের তেমন সমস্যা হয়নি।
এদিকে খবর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমাসহ পুলিশের কর্মকর্তারা।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোহম্মাদ ইমরুল হাসান জানান, এটা আসলে ডাকাতির ঘটনা নয়। মূলত একটি চুরির ঘটনা। চোর চুরি করতে আসলে গৃহকর্তা তাদের দেখে ফেললে চিৎকার দেয়। এসময় চোররা ওই পরিবারের লোকজনের উপর হামলা করে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন বরেছি। এ ঘটনায় পল্লব নামে একজনকে আটক করা হয়েছে। এখন পযন্তর্ কোন অভিযোগ পায়নি। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত বয়েছে। অভিযোগ পেলে াইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।