1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

ফরিদপুরের বিশিষ্ট চিকিৎসক  চিকিৎসক মোঃ শাহিন আক্তার  জোদ্দারকে হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ Time View
শহর প্রতিনিধি  ‌
ফরিদপুরের বিশিষ্ট  অর্থপেডিক চিকিৎসক মোঃ শাহিন আক্তার  (জোদ্দারকে) হামলার প্রতিবাদে ফরিদপুরের সর্বস্তরের চিকিৎসকবৃন্দের উদ্যোগে  মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে এ উপলক্ষে  মানববন্ধন ও পরে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ‌ লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাক্তার অসম জাহাঙ্গীর চৌধুরী টিটো, মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হুমায়ুন  কবির, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার সানিয়াত জাহান, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার দিলরুবা জেবা, অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক ডাক্তার মোঃ ফারুক হোসেন। এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী  শিক্ষক শিক্ষার্থী ‌ উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধন এবং সংবাদ সম্মেলনে বক্তারা অর্থোপেডিক সার্জন ডাক্তার শাহিন জোদ্দারের উপর  হামলার  তীব্র নিন্দা জানান।মূল আসামি মুত্তাকিনকে দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি এ হামলার সাথে জড়িত ইন্ধনদাতাদের উপযুক্ত বিচার ও শাস্তি দাবী করেন।মূল আসামিকে গ্রেফতার এবং দ্রুত শাস্তির আওতায় না আনলে ফরিদপুর চিকিৎসকেরা প্রতিটি কর্ম বিরতি এবং তাদের প্রাইভেট চেম্বার বন্ধের ঘোষণা দেন। পাশাপাশি তাদের এই  মানববন্ধন কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এর আগে ‌ একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আসে ‌ এবং মানববন্ধনে অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category