মধুখালী (ফরিদপুর ) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের ভারি শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল যান্ত্রিক ত্রুটির কারণে চলতি ২০২৪—২৫ মাড়াই মৌসুম চালুর দ্বিতীয় সপ্তাহে ১৮ঘন্টা ব্রেকডাউনের পর স্বল্প পরিসরে শনিবার আখমাড়াই শুরু হলে রাত ১০.৩৩ মিনিটে মাড়াই আবার বন্ধ হয়ে যায়। গত ১৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টায় ৮০ হাজার মেট্রিকটন আখ প্রাপ্তি সাপেক্ষে ৮০ কার্যদিবসের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মাড়াই মৌসুম শুরু হয়। চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৬.৫ ভাগ।
প্রায় ৪হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করে চলতি মাড়াই মৌসুম আখ মাড়াই শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের ১২দিনের মাথায় গত বুধবার ভোর রাত থেকে চিনিকলটির আখমাড়াই বন্ধ হয়ে যায়। এতে আখচাষীরা ভোগান্তীর শিকার হয়। মিলবন্ধ হওয়ায় আখ চাষীরা মিলের প্রশাসনের অদক্ষতাকে দায়ী করছেন। চিনিকলের কারখানার সামনে ট্রলিতে ও ইয়ার্ডে শতশত মেট্রিকটন আখ পড়ে আছে। আখ চাষীরা আখনিয়ে লাইনে দাড়িয়ে আছেন। দুটি বয়লার দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চালু করা হয়েছে মিলের আখ মাড়াই। প্রশাসনের দাবী মাত্র ৬ঘন্টা ব্রেকডাউন ছিল।
Exif_JPEG_420
্এব্যাপারে মিলগেট আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম খান বলেন, বয়লারের পাইপের পানি শুকিয়ে পাইপ পুড়ে গিয়ে আখমাড়াই বন্ধ হয় গত বুধবার রাতে। এতে চাষীরা চরম ভোগান্তির শিকার হয়। শনিবার চালু হলে রাতেই আবার বন্ধ হয়ে যায়। রবিবার সকালে চালু করার চেষ্টা করা হচ্ছে। তবে গতবারের তুলনায় এবার মিলের অবস্থান ভাল ছিল।
মহাববস্থাপক (কৃষি) মো. অনিসুজ্জামান বলেন, তিনটি বয়লার পাইপ দিয়ে আখমাড়াই চলে কিন্ত বয়লার বাস্ট হওয়ার কারণে বন্ধ হলেও পরপরই বাকি দুটি বয়লার দিয়ে স্বল্প পরিসরে মিলের আখ মাড়াই চলছে।
কারখান ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বলেন, বুধবার ভোরে বয়লারে পাইপের কারণে বন্ধ হলেও কয়েক ঘন্টা পর দুই বয়লার দিয়ে মাড়াই শুরু করা হয়। রাতেই আশা করছি বাকি বয়লার টি মেরামত হয়ে যাবে। কোন ব্রেকডাউন নেই। অথচ দৈনিক রিপোর্টে দেখা শনিবার রাত ১০.৩৩ মিনিটে মিলটি বন্ধ হয়ে আছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মিলটি ৬ঘন্টা ব্রেকডাউন ছিল। রবিবার বেলা সাড়ে দশটায় তিনি জানান, মিলের মাড়াই স্বল্পপরিসরে চলছে কিন্ত তখন মিলের কেনকেয়িার বন্ধ ছিল। তবে তিনি আশা করেন রবিবার যে কোন সময় স্বাভাবিক ভাবে মিলে আখ মাড়াই শুরু করবো। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিলের আখ মাড়াই বন্ধ ছিল।