মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা ঃ
ফরিদপুরের মধুখালীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪—এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মধুখালী পাইলোট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার অধির কুমার বিশ্বাস, মহিউদ্দিন মিয়া, কানিজ ফাতেমা, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুসহ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষিকা।
বালিকা পর্বের খেলায় রায়পুর—বকশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্বআড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪—০গোলে পরাজিত করে এবং বালক পর্বে মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কোড়কদি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১—০ গোলে পরাজিত কেও জেলা পর্যায়ের কেলায় উত্তর্র্ন হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।