1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

মধুখালীতে তিন কৃষকের ঘর পুড়ে নগদ টাকাসহ ১৪ লাখ টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে তিন কৃষকের ২টি বসতঘর, রান্নাঘর ও গোয়াল ঘরসহ মোট ৪টি ঘর আগুনে পুড়ে ভস্মিভুত হয়ে গেছে। এতে ওই তিন কৃষকের ঘরে থাকা ২লাখ ৫০ হাজার টাকাসহ প্রায় ১৪ টাকার ক্ষতি সাধিত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের নিখরিয়া গ্রামে।
জানা গেছে, নিখরিয়া গ্রামের মুক্তার হোসেনের বসত ঘর থেকে বিদ্যুৎতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘরটি মুহুর্তেই ভুস্মিভ’ত হয়ে পাশে থাকা ইমারুলের বসতঘর ও মিজানের রান্না এবং গোয়াল ঘর পুড়ে ভস্মিভ’ত হয়ে যায়।
আগুনে মুক্তার হোসেনের ঘরে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার ও ঘরে থাকা আসবাবপত্র, ধান চাউল সহ সকল প্রকার জিনিসপত্র পুড়ে প্রায় ৫লাখ টাকার ক্ষতিসহ মোট সাড়ে ৭লাখ টাকা, ইমারুলের বসতঘর পুড়ে ৫লাখ টাকা সহ মিজানের রান্নাঘর ও গোয়াল ঘর পুড়ে ৫০ হাজার টাকাসহ প্রায় ১৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এতে ওই তিন কৃষক আগুনে সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাবেহ আলী বলেন আমি আগুনের সংবাদ পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তিন কুষকের ঘর পুড়ে যায়। আমরা ব্যক্তিগত ভাবে আপাতত: দুই বস্তা চাউল কিনে দিয়েছি যাতে খাওয়ার ব্যবস্থা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category