মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেরার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গাজীখালী এলাকায় নুরনাহার (আদুরী) (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৪ই নভেম্বর ) সকালে ভাড়াটিয়া রেজাউল ইসলামের বাড়ীতে এ ঘটনা ঘটে। আদুরী বোয়ালমারী উপজেলার কান্দাকোল গ্রামের রাজু মোল্যার মেয়ে। তার পিতা—মাতা স্থানীয় গোল্ডেন জুট মিলে চাকরি করত এবং সে পিতা—মাতার সাথে ভাড়াটিয়া বাসাতে থাকত।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম নুরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার মছলন্দপুর গাজীখালী গ্রামের ভাড়াটিয়া রেজাউলের বাড়ী থেকে ভাড়াটিয়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া এক কিশোরীর মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে । ময়নাতন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার হবে । ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।