আঞ্চলিক প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের অসহায় মানুষের মাঝে উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু হয়েছে।
সোমবার (১১ই নভেম্বর) সকালে উপজেলার আড়পাড়া ইউনিয়নের বেপারীপাড়ার মসজিদ মার্কেটের সামনে ডিলার আরমান হোসেন বাবু ও গড়িয়াদহ মার্কেটে হেলাল হোসেন জানান, আড়পাড়া ইউনিয়নের ৫৯৩ জন কার্ড ধারীর মাঝে ১৫ টাকা কেজি দরে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয় । এ ছাড়া ডিলার শাকির আহম্মেদ টোকন ডুমাইন ইউনিয়নে অসহায় মানুষের মাঝে উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ ১৫টাকা দরে বিক্রি শুরু করেছেন । জানা যায় প্রতিমাসে সপ্তাহে সোমবার, মঙ্গল এবং বুধবার এই তিনদিন বিতরন করা হয় ।