মেহেদী হোসেন পলাশ ঃ
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মধুখালী উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী নিউ জননী স্পেশালাইজড হসপিটাল চত্বরে জাঁকজমকপূর্ণএই কর্মসূচি আয়োজন অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলা যুবদলের সভাপতি এস এম মুক্তার হোসেনের সভাপতিত্বে মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুলের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনপ্রিয় নেতা খন্দকার নাসিরুল ইসলাম।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপির সি: যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফকির, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক আলী মনসুর দাউদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সাবেক ভিপি কনক হাসান মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম খান, সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সহ দপ্তর শিপন সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আকরাম ফকির, যুগ্ন আহবায়ক জাহিদ মোল্লা, যুগ্ন আহবায়ক ইমদাদ হোসেন, যুগ্ন আহবায়ক গোলাম মহিম, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সুমন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, সদস্য সচিব রায়হান মোল্লা, যুগ্ন আহবায়ক রাজু বিশ্বাস,যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর ছাত্রদলের আহবায়ক রজব ইসলাম রনি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ফ্রি রক্তদান কর্মসূচিতে মধুখালী সরকারি আইনুদ্দিন কলেজের সাবেক এ.জি.এস ও জিএস যুবনেতা মো. রফিকুল ইসলাম মুন্নু স্বেচ্ছায় রক্তদান করে কর্মসূচি শুরু করেন। এছারা ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে শত শত মানুষ ফ্রি ঔষধ, ব্লাড গ্রুপ পরীক্ষা , প্রেসার মাপা, ডায়াবেটিস পরীক্ষা সহ বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে মেডিকেল সেবা গ্রহণ করেন।