বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
একশো ৪০ টাকা ট্রেজারি চালান জমা দিয়ে আরো সতর্কতা অবলম্বন করে স্বচ্ছতার ভিত্তিতে নতুন নিয়মে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পাবেন আগ্রহী প্রার্থীরা। বিষয়টি অবহিতকরণের জন্য ফরিদপুরের বোয়ালমারী থানায় প্রেস ব্রিফিং করেছে পুলিশ। বুধবার (25 আগস্ট)বেলা সাড়ে ১১টায় বোয়ালমারী থানার হলরুমে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মো. জামাল পাশা বলেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করা হয়েছে। এতে সাতটি ধাপ অতিক্রম করার পরেই নিয়োগ চুড়ান্ত করা হবে। ধাপগুলি হচ্ছে, প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভূক্তকরণ। নিয়োগে প্রতারক ও দালালদের থেকে সচেতন থাকতে সকলকে অনুরোধ জানান তিনি। এজন্য জেলা পুলিশ কঠোর মনিটরিং করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বিভিন্ন ইউনিয়নের ব্যস্ত এলাকা, কলেজ, থানা ও ফাঁড়ির মাধ্যমে এবং অন্যান্য প্রচার মাধ্যম ব্যবহার করে এ ব্যাপারে সচেতনতা তৈরি করা হবে।
এর আগে সংবাদ সম্মেলনে ১৫ মিনিটের একটি ভিডিও প্রেজেন্টেশনে নিয়োগ পরীক্ষার সাতটি ধাপ দেখানো হয়। আগ্রহী প্রার্থীদের সক্ষমতা অর্জনের জন্য আগে থেকেই অনুশীলন করে এগিয়ে থাকারও পরামর্শ দেওয়া হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, গণমাধ্যমকর্মীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।