1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

হিজবুল্লাহর হামলায় ৫ সেনা ইসরায়েলি নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২০৩ Time View

এনবি ডেস্ক :

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুুদ্ধে অন্তত পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২৫ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ইসরায়েলি নিহত সেনারা হলেন মেজর (অব.) ড্যান মাওরি (৪৩) ক্যাপ্টেন, অ্যালন সাফ্রাই (২৮), ওয়ারেন্ট অফিসার (অব.) ওমরি লোটান (৪৭), ওয়ারেন্ট অফিসার (অব.) গাই ইদান (৫১), মাস্টার সার্জেন্ট টম সেগাল (২৮)। তারা সবাই অষ্টম আর্মার্ড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের সঙ্গে কাজ করেছিলেন, যার মধ্যে মাওরি ছিলেন ডেপুটি কমান্ডার।

আইডিএফের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের একটি ভবনে লজিস্টিকস গ্রহণ করছিল ইসরায়েলি সেনারা। এ সময় হিজবুল্লাহ সেখানে হামলা করে। ভবনের পাশে দাঁড়িয়ে সেনারা সরঞ্জামগ্রহণ করছিল। সেখানেই বেশ কিছু রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। আহত ১৯ সেনার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেও উল্লেখ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category