মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভীষ্ঠ্র লক্ষ্য নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করতে আমরা সাথে আছি” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলার ঢাকা—খুলনা মহাসড়কের উপজেলা গেটের সামনে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারগন পূর্ণমেয়াদে ইউনিয়ন পরিষদকে বহাল রাখার দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন গাজনা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, রায়পুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, আড়পাড়া ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বাবু, মেগচামী ইউপি চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ, কোড়কদি ইউপি চেয়ারম্যান মুকুল হোসেন রিক্ত, কামালদিয়া ইউপি চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন, জাহাপুর ইউপি চেয়ারম্যান সামসুজ্জামান বাচ্চু প্রমুখ।
বক্তরা এসময় স্থানীয় সরকারের সেবাদানকারী সবচেয়ে তৃন্নমূলের মানুষের সাথে সংপৃক্ত যেমন জন্মনিকন্ধন, নাগরিক সনদপত্রসহ নানাবিধ কর্মকান্ডকে সচল রাখতে ইউনিয়ন পরিষদকে পূর্নমেয়াদে রাখার দাবী জানান।