1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের তিন বছরের সাজা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৭৯ Time View

নিজস্ব প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালীতে অটোভ্যানচালক নয়ন সরদারকে হত্যা মামলায় রাশেদ কবির নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে অপর আসামি মিজানুর খাঁকে তিন বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন আদালত।
রোববার (১৪ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাশেদ কবির ও মিজানুর খাঁ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত রাশেদ কবির (৩৩) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলারচর গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে এবং মিজানুর খাঁ (৩৮) ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গধাদরদী গ্রামের আলেম খাঁ’র ছেলে।জানা যায়, গত ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের লুৎফর সরদারের ছেলে নয়ন সরদার (২০) অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাত হয়ে গেলেও নয়ন বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকালে পাশের বকসীপুর গ্রামের একটি ক্ষেতে নয়নের ক্ষত-বিক্ষত মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নয়নের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে।এঘটনায় নয়নের বাবা লুৎফর সরদার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মধুখালী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত রাশেদ কবির ও মিজানুর খাঁকে গ্রেফতার করে। জড়িত দুইজনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রাশেদ কবিরকে মৃত্যুদণ্ড এবং মিজানুর খাঁকে তিন বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন আদালতের বিচারক।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের ভারপ্রাপ্ত পিপি সানোয়ার হোসেন জানান, অটোভ্যানটি ছিনিয়ে নিতেই নয়ন শেখকে হত্যা করে রাশেদ ও মিজানুর। যাত্রীবেশে নয়নের অটোভ্যানে উঠে পথিমধ্যে নির্জন স্থানে নিয়ে নয়নকে হত্যা করে অটোভ্যান নিয়ে যায় ওরা দুই জন।তিনি আরও জানান, এ ঘটনায় মধুখালী থানায় মামলা দায়ের করেন নয়নের বাবা লুৎফর রহমান। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রাশেদ কবিরকে মৃত্যুদণ্ড এবং মিজানুর খাঁকে তিন বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন আদালতের বিচারক।সানোয়ার হোসেন জানান, শুধুমাত্র নয়নই নয়, রাশেদ এবং মিজানুর দেশের বিভিন্ন স্থানে গিয়ে অটোভ্যান, ইজিবাইক ছিনিয়ে নেওয়ার সময় একাধিক ব্যক্তিকে হত্যা করেছে বলে স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category