নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে নির্মাণ শ্রমিক দুইভাইকে পিটিয়ে হত্যার সময় আহত অপর দুই শ্রমিককে চিকিৎসা ব্যয় বাবদ নগদ অর্থ প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার(২২ মে) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমানের নির্দেশে ফরিদপুর—১ আসনের সাবেক এমপি ও জাতীয়কাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে মধুখালী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আহত শ্রমিক নান্নু মন্ডলের উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাড়ীতে গিয়ে তার শারিক ও চিকিৎসার খোঁজখবর নেন এবং বিএনপির পক্ষ থেকে চিকিৎস বাবদ নগদ ত্রিশ(৩০,০০০)টাকা আহত শ্রমিক নান্নু মন্ডলের হাতে তুলে দেণ। এর পর বোয়ালমারি উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামের অপর আহত শ্রমিক সিরাজ শেখের বাড়ীতে গিয়ে তার চিকিৎসার এবং পরিবারের খোঁজখবর নেন এবং আহত শ্রমিক সিরাজের মা রাহেলা ও স্ত্রী মনিরার হাতে নগদ পঞ্চাশ (৫০,০০০) হাজার টাকা তুলে দেন।
আর্থিক প্রদানের সময় থন্দকার নাসিরুল ইসলাম ছাড়াও সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, আব্দুল আলীম মানিক, বাবলু কুমার রায়, শরিফুল ফকির, জাহাঙ্গীর হোসেন, ফরিদুল ইসলাম সাগর, মো. লুঃফর রহমান, ইয়াসিন বিশ^াস, মেহেদি হাসান মন্নু, ইকবাল হোসেন ইকবাল, ফরিদুল ইসলাম ফরহাদ, ময়না ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল হোসেন, কামরুজ্জামান মিন্টু, সালাম বিশ^াস, মো. নুন্নবী, কামাল উদ্দিন মাস্টার, মো. জাকির হোসেন, মাহবুব তালুকদার, সুমন, জহিরুল ইসলাম লিটন, মনিরুজ্জামান কালা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সম্প্রতি বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে একঅনুষ্ঠানে নিহত নির্মাণ শ্রমিক দুই ভাইয়ের পিতা—মাতার হাতে দুই লাখ আথিক সহয়তা প্রদান করে বিএনপি।
প্রসঙ্গত, ১৮ এপ্রিল ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে দুই নির্মাণ শ্রমিক আশরাফুল ও আরশাদুলকে পিটিয়ে হত্যা করা হয়। আহত হন নান্নু মন্ডল ও সিরাজ শেখ সহ আরও বেশ কয়েকজন।