ভংগা(ফরিদপুর) সংবাদদাতা :
প্রযুক্তি ব্যবহারে অসামর্থ ও প্রযুক্তি সামগ্রীর অভাবে করোনা ভ্যকসিন নিবন্ধনে পিছিয়ে পড়া শ্রমজীবী মেহনতী সাধারণ জনগোষ্ঠীকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিবন্ধ করে দেবার উদ্দেশ্যে সিপিবি ভাংগা পৌরসভা শাখার উদ্যোগে শুক্রবার সকালে করোনা ভ্যকসিন নিবন্ধ ক্যাম্প এর কার্যক্রম শুরু করেছে। বিশিষ্ট কৃষক নেতা ও ভাংগা উপজেলার সাবেক চেয়ারম্যান সিপিবি ফরিদপুর জেলা কমিটির সদস্য কমরেড সুধীর সরকার মংগল কাম্পের উদ্বোধন ঘোষণা করেন। চন্ডীদাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসময় আরো বক্তব্য রাখেন ভাংগা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড সুভাষ মন্ডল, বাংলাদেশ যুব ইউনিয়নের ভাংগা উপজেলা সংসদের সাধারণ সম্পাদক প্রভাষ মালো। করোনা ভ্যকসিন নিবন্ধ কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করেন আহমেদ রাজু, সালাউদ্দিন আহমেদ মিঠু, স্বপন বিশ্বাস প্রমুখ। প্রথম দিনে শতাধিক ব্যক্তি নিবন্ধিত হন। নেতৃবৃন্দ জানান এই ক্যাম্প তারা সাধ্যমত চালিয়ে যাবেন