ফরিদপুর প্রতিনিধি :
আজ বুধবার ফরিদপুরের মধুখালী রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল সদস্যের সম্মতিক্রমে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ফরিদপুর প্রতিনিধি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুকে সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার মধুখালী প্রতিনিধি মুহ. মিজানুর রহমান সরদারকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ মধুখালী রিপোর্টার্স ইউনিটির দ্বি—বার্ষিক কমিটি গঠন করা হয়।
ফরিদপুরে মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের মুজিব শর্তবর্ষ পার্কে মো. মনিরুজ্জামান মৃধা মন্নু’র সভাপতিত্বে ও মুহ. মিজানুর রহমান সরদারের সঞ্চালনায় দুপুর ১২টায় বার্ষিক সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক শাহ কুতুজ্জামান, অঞ্জন সাহা রানা, সহিদুল ইসলাম, বিপ্রজিত কুমার বিশ^াস, অসীম কুমার, ওহিদুজ্জামান, নাজমুল হোসেন প্রমুখ সাংবাদিক বৃন্দ। সভার দ্বিতীয় পর্যায়ে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে দুবছরের জন্য মো. মনিরুজ্জামান মৃধা মন্নু—সভাপতি(প্রতিদিনের কাগজ), মুহ. মিজানুর রহমান সরদার—সাধারন সম্পাদক (আমার সংবাদ), শাহ কুতুবুজ্জামান—সহ সভাপতি(মধুখালী বার্তা), মো. ওহিদুজ্জামান—সহসভাপতি (আল—মোয়াজ্জিন), মুহ. মিজানুর রহমান সরদার—সাধারন সম্পাদক (আমার সংবাদ), অসীম কুমার দত্ত— সহ সাধারন সম্পাদক( আল মোয়াজ্জিন), আরিফুল ইসলাম সুমন—সহ সাধারন সম্পাদক, মো. সহিদুল ইসলাম— সাংগাঠনিক সম্পাদক দৈনিক নব চেতনা), উত্তম কুমার বকসি— অর্থ দৈনিক জনবাণী), মো. নাজমুল হোসেন—প্রচার সম্পাদক (বাঙালী সময়), বিপ্রজিত কুমার বিশ^াস— দপ্তর সম্পাদক (গণসংহতি), মো. ইমামুল হোসান রানা—ক্রীড়া সম্পাদক (কানাইপুর বার্তা, মো. রকিবুল হাসান মিঠু—সমাজ কল্যাণ সম্পাদ, (এমটিভি নিউজ), উজ্জ্বল শিকদার— গণস্বাস্থ্য বিষয়ক সম্পাদক (ঢাকা পোস্ট), মো. দেলোয়ার হোসেন— সাহিত্র ও পাঠাগার সম্পাদক ও এ্যাড. মানিক মজুমদার ও মাওরানা আবুল হাসেমকে সম্মানিত সদস্য করে ২১ সদস্য কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মো. হাবিবুর রহমান।