বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৭নং ওয়ার্ডের ছোলনা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৫টা দিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের নিকট থেকে ৫৫ পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক ব্যবসায়ী ছোলনা গ্রামের বাসিন্দা কায়ূম মোল্যা (৪৫) এবং তার স্ত্রী বিন্দু মাসি অরফে রেবেকা (৩৫) এর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এসআই দিপংকার শান্যাল বাদি হয়ে মামলা করেছেন। মামলা নম্বর ১২। বিন্দু মাসির নামে সাজার গ্রেফতারি পরোনা রয়েছে। অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ময়না ইউনিয়নের রাখালগাছী গ্রাম থেকে ননজিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি হাবিবুর রহমানকে (৬০) গ্রেফতার করা হয়। হাবিবুর রহমান রাখালগাছী গ্রামের বাসিন্দা।
বোয়ালমারী থানার এসআই মো. ওয়াহিদ বলেন, বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ছোলনা গ্রামের বাসিন্দা কায়ূম মোল্যা ও তার স্ত্রী বিন্দু মাসিকে ৫৫ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়। বিন্দু মাসির নামে মাদক মামলায় গ্রেফতারি পরোনা রয়েছে। অপরদিকে ওই রাতে রাত সাড়ে ১০ টার দিকে রাখালগাছি গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।