ফরিদপুর প্রতিনিধি :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃংখলা ভঙ্গ করে নবগঠিত বিএনএম’র প্রাথী শাহ্ মোঃ আবু জাফরের পক্ষে নির্বাচনী প্রাচরণায় অংশগ্রহণ করায় মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বহিষ্কার পত্রে রায়পুর ইউনিয়ন পিএনপি’র সভাপতি আব্দুল মালেক নান্নু, জাহাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজাদ খান, কামারখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, বাগাট ইউনিয়ন বিএনপি’র সহ সম্পাদক মো. মিজানুর রহমান সর্দার, রায়পুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাফর সরদারকে দলীয় সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা বিএনপি’র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বহিস্কার এক পত্র জারি করে।
এ বিষয়ে মধুখালী উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)র সভাপতি মো. রাকিব হোসেন চৌধুরী ইরান নিশ্চিত করে জানান তারা দলীয় শৃংখোলা ভঙ্গ করে বিএনএম প্রার্থীর পক্ষে কাজ করায তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।