নিজস্ব প্রতিনিধি ঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায় সারা বাংলাদেশেই ওসি (অফিসার ইনচার্জ) পদে ব্যাপক রদবদল করা হয়। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে ফরিদপুরের মধুখালী থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করেন মো. মিরাজ হোসেন। গত ১৫ ডিসেম্বর তার আমন্ত্রণে মধুখালী থানায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় নির্ধারিত সময়ে মধুখালী রিপোর্টার্স ইউনিটির সদস্যভূক্ত সাংবাদিকদের মধ্যে সংগঠনের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামন মৃধা মন্নু, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান সরদার, দৈনিক নবচেতনার উপজেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, দৈনিক গণসংতির উপজেলা প্রতিনিধি বিপ্রজিত বিশ্বাস, সাপ্তাহিক আল মোয়াজ্জেমের উপজেলা প্রতিনিধি অসীম কুমার, দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি মো. এনামুল ইসলাম খন্দকার, মো. রাকিবুল ইসলাম মিঠু দৈনিক বার্তার উপজেলা প্রতিনিধি মো. রাজিব হুসাইনসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ওসি মো. মিরাজ হোসেন সন্ত্রাস, মাদক প্রতিরোধ এবং আইনশৃংখলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।