মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ছয় বছরের এক শিশু কণ্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মামলা হয়েছে মধুখালী থানায়। এ মামলার একমাত্র আসামি তরুণ মো. সাগরকে (২৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে মধুখালী পৌরসভার পূর্ব গাড়াখোলা আশ্রায়ন প্রকল্পের পিছনে ভাটিকান্দি মথুরাপুর গ্রামের ধর্ষকের ভারাটিয়া বাসায়।
ধর্ষণের শিকার ওই শিশুকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে স্থনান্তর করা হয়েছে।
মো.সাগর বিবাহিত এবং এক ছেলের বাবা। তিনি মধুখালী উপজেলা সদরের বাজারে একটি কাপড়ের দোকানে কর্মচারি হিসেবে কাজ করতেন বর্তমানে ঝাল মুড়ি বিক্রি করে।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ সাগরকে গ্রেপ্তার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, সাগর মধুখালী আশ্রায়ণ প্রকল্পের একটু দূরে ভাটিকান্দি মথুরাপুর গ্রামের জনৈক জাহাঙ্গীরের বাড়ীতে ভাড়া বাসায় বসবাস করে। বুধবার তিনি ধর্ষণের শিকার ওই শিশু (৬) এবং তার ছোট বোন (৩)কে মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে সাগর শিশুটির ছোট বোনকে মুঠোফোন দিয়ে খেলতে বসিয়ে দিয়ে ওই শিশুটিকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করেন।
ওসি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে এ খবর জানার পর পুলিশ আইনগত ব্যবস্থা নেয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং সাগরকে গ্রেপ্তার করা হয়েছে।