1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

কামারখালী কিন্ডার গার্টেন স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত

মো. শহিদুল ইসলাম
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ Time View
Exif_JPEG_420

কামারখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী কিন্ডার গার্টেন স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্টিত। ২রা ডিসেম্বর, ২০২৩, শনিবার সকাল ৯ টায় অনুষ্টানের সূচনা হয়। শিক্ষক বাবুল আরেফীন শামীম এর সঞ্চালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি মৃধা নাজিরুল ইসলাম নান্নু এর সভাপতিত্বে অনুষ্টানে কামারখালী কিন্ডার গার্টেন এর ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়। অনুষ্টানে সভাপতি মৃধা নাজিরুল ইসলাম নান্নু অভিভাবকদের উদ্দেশ্যে বলেন-কোমলমতি শিশুদের সুপ্ত মেধার সঠিকভাবে বিকাশের জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকগণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নিজ নিজ শিশুদের প্রতি ভয়ভীতি না দেখিয়ে উৎসাহ প্রদানের মাধ্যমে শিক্ষাদান নিশ্চিত করাই হবে বুদ্ধিভিত্তিক কাজ। প্রধান শিক্ষক শিশির চৌধুরী বলেন নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধনের মাধ্যমে মেধার পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে শিশুদের আদর্শবান করে গড়ে তোলাই হচ্ছে কামারখালী কিন্ডার গার্টেন স্কুলের মূল লক্ষ্য। এই লক্ষ্য অব্যাহত রাখতে হলে সকলের সহযোগীতা অতীব জরুরি। তিনি সকল বিদায়ী ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং অনুষ্টানে উপস্থিত অভিভাবক গণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ ছাড়া আরও বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মনোয়ার হোসেন জুয়েল, আজম আলী মোল্যা প্রমুখ। অনুষ্টানে ক্ষুদে শিক্ষার্থীরা, নৃত্য পরিবেশনের মাধ্যমে সবাইকে আনন্দ দেন। কামারখালী কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেনীর বিদায় ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকরা ক্রেষ্ট প্রদান করে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category