বিনোদন ডেস্ক :
বদিউল আলম খোকন করোনার আগেই শুরু করেছিলেন ‘আগুন’ ছবির শুটিং। শাকিব খান ও জাহারা মিতু অভিনীত ছবিটির ৮০ শতাংশ কাজ তখনই শেষ হয়েছিল। এরপর করোনার কারণে আর শুটিং করতে পারেননি খোকন। মাঝখানে চলে গেছে চার বছর।ফের ‘আগুন’ ছবির শুটিং শুরু করার প্রস্তুতি নিয়েছেন খোকন। সব ঠিক থাকলে ২২ ডিসেম্বর থেকে ছবির বাকি অংশের শুটিং করবেন তিনি। খোকন বলেন, “সামনের সপ্তাহ থেকে ‘রাজকুমার’ ছবির শুটিং করবেন শাকিব। ২২ ডিসেম্বর থেকে আমার শিডিউল দেবেন।তখন আমি বাকি থাকা দুটি গান ও অন্যান্য দৃশ্যের শুটিং করব। সব ঠিক থাকলে আগামী বছর কোনো উৎসবে ছবিটি মুক্তি দেব।’’