1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

রূপগঞ্জে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৩৬ Time View

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। রবিবার রাত ১২টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পোনাব মুন্সি ফিলিং ষ্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে একজনের নাম আলমগীর হোসেন (৪০)। তিনি প্রাইভেটকারটির চালক ছিলেন। বাকি দুই নিহতের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আব্দুস সোবহান নামে একজন আহত হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন কাঞ্চন ফায়ার সার্ভিসের ডিউটিম্যান ইউসূফ আলী।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ডিউটিম্যান ইউসূফ আলী বলেন, ররিবার রাত ১২টার দিকে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের ভুলতা মুন্সি পাম্পের সামনে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি প্রাইভেটকারটির উপরে উঠিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করি। এদের মধ্যে একজনের নাম আলমগীর হোসেন। বাকিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আহত আব্দুস সোবহান নামে একজনকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো ভূলতা পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, নিহত তিনজনই পুরুষ। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। একজন আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পূর্ণ নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category