1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

মধুখালীকে গৃহ ও ভুমিহীন মুক্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২২৪ Time View

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চতুর্থ পর্যায়ে অবশিষ্ট এবং ৫ম পর্যায়ে ১ম ধাপে ৮৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি দেওয়ার মাধ্যমে মধুখালী উপজেলাকে গৃহ ও ভুমিহীন মুক্ত ঘোষনা করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০.৪০টার সময় উপজেলা মাল্টিপারপাস হলরুমে গৃহহীন ও ভ’মিহীন পরিবারদের মাঝে জমি ও ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠানে এ উপজেলায় আর কোন গৃহ ও ভ’মিহীন না থাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে এ উপজেলাকে গৃহহীন ও ভ’মিহীন মুক্ত ঘোষনা করেন।
এ দিন উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া আশ্রয়ণ প্রকল্পে ২৪টি, ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর আশ্রয়ণ প্রকল্পে ২০টি, মধুখালী পৗরসভার দাউলিযাপাড়া ৪১টি, কামালদিয়া ইউনিয়নের কালপোহা আশ্রয়ণ প্রকল্পের ২টিসহ মোট ৮৭টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হয়। আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ পর্যায়ের(২য় ধাপে) ঘরগুলোকে আরও টেকসই ও জলবায়ু সহনশীল করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত দু’শতাংশ জমির উপর উন্নতমানের দু’রুম বিশিষ্ট আধাপাকা টিনশেডের ঘরে রয়েছে একটি রান্নাঘর, একটি টয়লেট, কমন স্পেস ও বারান্দা। জীবনযাত্রার মান উন্নয়ন ও মৌলিক শিক্ষা নিশ্চিত করা এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ লিটন আলী। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া। উপকার ভোগীর মধ্যে আসিয়া বেগম বক্তব্য রাখেন।
উপজেলার ইউনিয়ন পর্যায়ে মধুখালী পৌরসভা-১৭৬,কামারখালী ইউনিয়ন-৬১,বাগাট ইউনিয়ন-২৬,নওপাড় ইউনিয়ন-৩৩,রায়পুর ইউনিয়ন-১২৩,গাজনা ইউনিয়ন-১১২,কামালদিয়া ইউনিয়ন-১০,মেগচামী ইউনিয়ন-৩৫,কোরকদি ইউনিয়ন-৩৫,আড়পাড়া ইউনিয়ন-১৫, ডুমাইন ইউনিয়ন-৭৭,জাহাপুর ইউনিয়ন-৩৪টি দেওয়া হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ৯ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘরের দলিল হস্তান্তরের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category