মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
আজ মঙ্গলবার (৭ নভেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টায় ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচসি কন্ফারেন্স হল রুমে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুখালী, ফরিদপুরের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে কোভিট-১৯ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইউসুফ আলীর সভাপতিত্বে ও ডা. মো. তানভির আহম্মেদের সঞ্চালনায় উক্ত কর্মশালার উপর বক্তব্য রাখেন জেলা সিনিয়ন স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. অলিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ফয়েজ মো. ফিরোজ ও সুজাতা প্রমুখ।