বিপ্রজিত বিশ্বাস :
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদৎ বার্ষিকীতে সকাল সাতটায় শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে অফিস প্রাঙ্গণে কালো ব্যাজ ধারন, জাতীয় পতাকা, কালো পতাকা উত্তোলনের পর জাতির পতিার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে সাতটায় চিনিকলের প্রধান ফটকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন,কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০ টায় চিনিকল উচ্চ বিদ্যালয় হলরুমে জাতির পিতার জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। চিনিকলের নবাগত ব্যবস্থাপনা পরিচালক(এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান (সিপিই) কৃষিবিদ গোলাম কবির। বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক(প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমান, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. আব্বাস আলী বিশ্বাস, সাধারন সম্পাদক কাজল বসু। স্বাগত বক্তব্য রাখেন চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আকিদুল ইসলাম। অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (কারখানা) খালেদ মাহমুদ, মহাব্যবস্থাপক (অর্থ) মো. সামছুল হক, সহকারি ব্যবস্থাপক ( হিসাব) মো. সাইরুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, সদস্য শরিফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মফিজুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন্