মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
শনিবার (৭ অক্টোবর) ফরিদপুরের মধুখালীতে সড়ক দূর্ঘটনায় গাড়ীর চালক নিহত ও অপর তিন যাত্রী আহত হয়েছে। পুলিশ দূর্ঘটনাকবলিত পূর্বাশা পরিবহনটিকে আটক এবং লাশ উদ্ধার করে করিমপুর হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়ে গেছে।
নিহত গাড়ী চালকের নাম পল্লব ঘোষ (৪৫)। সে ঝিনাইদহ জেলার সদর উপজেলার বিষয়খালী বাজার গ্রামের কানাই ঘোষের ছেলে। আহতরা হলো সাগর আহমেদ (২২), পিতা ইয়াকুব আলী, পুশি রানী(৪০), বাসন্তী রানী (৫০)। আহতদের সব্রা বাড়ী বাড়ী ঝিনাদহ জেলার বিভিন্ন এলাকায়। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়ীতে ফিরে গেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার আনুমানিক ভোর ৩.৫০টার সময় পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-৪১০৭ ) যাত্রীবাহী বাসটি তীর্থ যাত্রীদের নিয়ে সীতাকুন্ড থেকে ঝিনাইদহের দিকে যাওয়ার পথে রাত অনুমান ০৩.৫০ ঘটিকার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার প্রধান বাজার সংলগ্ন মধুবন শপিং কমপ্লেক্সের সামনে মধুখালি পাট বাজার এর পাশে মহাসড়কের উপরে থাকা ডাইভার্সনের সাথে ধাক্কা লেগে বৈদ্যুতিক খুঁটির সাথে গাড়ি আটকে যায়। এসময় চালকসহ কয়েকজন যাত্রী আহত হলে গুত্বর আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গাড়ী চালককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন এবং বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।
দূর্ঘটনার কারনে মহাসড়কে কিছুটা যানজট হলে স্থানীয় থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কমীরা দূর্ঘটনা কবলিত গাড়ীটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
করিমপুর হাইওয়ে পুলিশের ওসি এস এম সহিদুর রহমান বলেন দূর্ঘটান কবলিত গাড়ী এবং লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।