রাজবাড়ী ( বালিয়াকান্দি) প্রতিনিধি:
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা নবীন শিক্ষক বিদায় ও সদ্য বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বালিয়াকান্দি উপজেলা শাখার নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ফেরদৌস খান টুটুলের উপস্থাপনায় বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী দুই আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যানে এ কে এম শফিকুল মোর্শেদ (আরুজ), উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ , উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম , ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির প্রমুখ । এ সময় সমিতির সকল শিক্ষক সদস্য বৃন্দের উপস্থিতে ৬ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা স্মারক প্রদান সহ ৪৭ জন নবাগত শিক্ষককে বরণ করে নেন।