সোহেল মিয়া:
বাংলাদেশ শিক্ষক সমিতির রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কুতুব উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ ছমির উদ্দিন।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির বালিয়াকান্দি উপজেলা জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো: কুতুব উদ্দিন মোল্লা।
তিনি জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নিজস্ব কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মজিদের সভাপতিত্বে কমিটি গঠনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির অর্থ সম্পাদক বিনয় কুমার বিশ্বাস ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম।
কমিটির সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি শশধর কুমার ঘোষ, শেখ মো: ওয়াহিদুজ্জামান, নারদ কুমার বাছাড়, পলাশ কুমার দে, মো: আমজাদ হোসেন। যুগ্ন সম্পাদক- মো: আব্দুল আলীম ও মো: আতিয়ার রহমান।
সাংগঠনিক সম্পাদক- মো: সাইফুল ইসলাম, কোষাধক্ষ্য- মো:জাহাঙ্গীর হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক- মো: আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক- সরোজ কুমার বসু, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক- মো: আব্দুল মান্নান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মো: জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- স্বপন কুমার মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক- শাহনাজ বেগম।
কমিটির ২৪ জন সদস্যের মধ্যে সম্মানীত ১ নং সদস্য নির্বাচিত হয়েছেন বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো: সামছুল আলম মন্টু।