বোয়ালমারী (ফরিদপুরপ) প্রতিনিধি ঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ২৩৫ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারি ফরিদপুরের র্যাব-৮ এর হাতে গ্রেফতার হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া দুই জনের নামে র্যাবের ডিএডি মো. রফিকুল ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় মামলা করেছেন। মামলা নম্বর ৯। গ্রেপ্তার হওয়া ওই দুই জন বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের রায়পুর গ্রামের মনির মাতুব্বর (২৮) ও মো. রাসেল উদ্দিন (২০)।
র্যাব-৮ ফরিদপুরের কোম্পানী কমান্ডার মেজর আব্দুর রহমান বলেন, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে সত্যতা পাওযার পর এ অভিযান চালানো হয়। এ সময় ওই দুইব্যাক্তির কাছ থেকে ইয়াবা বড়ি ছাড়াও চারটি সিমকার্ডসহ তিনটি মুঠোফোন সেট ও এক হাজার পাঁচশ টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।