মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিবাড়ি নামক স্থানে আজ বুধবার (৯ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৬টার সময় একটি ঢেউটিন বোঝাই ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৩৬২) নিয়ন্ত্রণ হারিয়ে কুষাণ (দিনমজুর) এর হাটের লোকজনকে চাঁপা দিলে ঘটনাস্থলেই এক দিনমজুর (কুষাণ) নিহত হয়েছে। এ সময় আরো ৪জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা আটক করেছে। ঘটানস্থলে মধুখালী থানা ও করিমপুর হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে লাশ এবং ট্রাকটিকে তাদের হেফাজতে নিয়েছে।
স্থানীয়রা জানায় আজ বুধবার সকাল সাড়ে ৬টার সময় উপজেলার মাঝিবাড়ি দিনমজুরের (কৃষাণ) এর হাটের উপর চট্রগ্রাম থেকে ঝিনাইদহ গামী ঢেউটিন বোঝাই ট্রাকটি হঠ্যাৎ করে হাটের লোকজনের উপর উঠে জনতাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই এক দিনমজুন নিহত হয় এবং আরো চারজন আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।