গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এই তথ্য জানান।
সংবাদ সম্মেলন থেকে নুরুল হক নুরকে হত্যাচেষ্টা, মামলা এবং নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ঢাকাসহ দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৮ আগস্ট ঢাকায় এবং ১১ আগস্ট দেশব্যাপী জেলা ও মহানগরে এই কর্মসূচি পালন করা হবে।