এনবি বিনোদন ডেস্ক
বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউডের এ বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র ওপেনহাইমার। মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমাটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৭০ অঞ্চলে মুক্তি পেয়েছে। তবে জাপানে সিনেমাটির মুক্তি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।ওপেনহাইমার এবং জাপানের ইতিহাস বন্ধুত্বপূর্ণ নয়। সুতরাং, যখন তার উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র বিশ্বব্যাপী মুক্তি পাবে, তখন জাপানে সেটি মুক্তিতে বেশ খড়কুটো পোড়াতে হবে, এটা অনুমান করাই যায়। ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমায় একটি পারমাণবিক বোমা ফেলে এবং তিন দিন পর নাগাসাকিতে আরেকটি পরমাণু বোমা ফেলে। জাপানি বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করার আশায় ডাবল-হ্যামি আক্রমণ শুরু হয়েছিল যে প্রক্রিয়ায় প্রায় ২ লক্ষেরও বেশি জাপানি নাগরিক নিহত হয়েছিল।সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে জাপান। যদিও জাপান বর্তমানে বৈশ্বিকভাবে আমেরিকার মিত্রশক্তি, তবে অতীতের সেই দগদগে ক্ষত এখনো স্পষ্ট প্রতিটি জাপানি নাগরিকের মনে। তাই পারমানবিক বোমার জনক হিসেবে খ্যাত রবার্ট ওপেনহাইমারের জীবনীমুলক চলচ্চিত্র ‘ওপেনহাইমার’ ২১ জুলাই জাপানে মুক্তি পায়নি।বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে, ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্রটি জাপানে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়নি, যার অর্থ মুক্তির সম্ভাবনা এখনও রয়েছে।তবে দেশটি এখনও সিনেমাটির রোলিং আউটের বিবরণ প্রকাশ করেনি। তবে চলচ্চিত্র বিশ্লেষকরা ধারনা করছেন, জাপানে সিনেমাটির মুক্তি বিলম্ব হলেও এটি মুক্তি দেওয়া হবে। জাপানের সিনেমার ইতিহাসে শৈল্পিক অভিব্যক্তির জন্য একটি উদার দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে সবসময়। বিলম্ব অস্বাভাবিক নয়। শিল্পের প্রতি জাপানের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং চলচ্চিত্রটির বিশ্বব্যাপী সাফল্যের উপর ভিত্তি করে একটি সিদ্ধান্তের দিকে যেতে পারে দেশটি।পারমাণবিক যুদ্ধকে ঘিরে ঐতিহাসিক সংবেদনশীলতা সত্ত্বেও, জাপানের সিনেমাটিক ল্যান্ডস্কেপ বছরের পর বছর ধরে স্থিতিস্থাপকতা এবং শৈল্পিক স্বাধীনতা দেখিয়েছে, যার ফলে ওপেনহাইমার মুক্তির প্রত্যাশাও রাখছেন নির্মাতারা।জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর গল্প নিয়ে নির্মিত ওপেনহাইমার ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মাঝে। বক্স অফিসেও চালকের আসনে সিনেমাটি। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিলিয়ান মারফি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পুগ, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামন, রামি মালেক, বেনি সাফডি, জোশ হার্টনেট, ডেন ডিহান, জ্যাক কায়েড, ম্যাথিউ মোডিন, ডিলান আর্নল্ড, ডেভিড ক্রুমহোল্টজ, অ্যালডেন ইহরেনরিচ, ডেভিড ডাস্টমালচিয়ান, অলি হায়াভি , জেসন ক্লার্ক, জেমস ডি’আর্সি, মাইকেল অ্যাঙ্গারানো, গাই বার্নেট, ড্যানি ডেফারারি, ম্যাথিয়াস শোয়েইফার, গ্যারি ওল্ডম্যান, হ্যারিসন গিলবার্টসন, এমা ডুমন্ট, ডেভন বোস্টিক, অলিভিয়া থার্লবি, ট্রন্ড ফাউসা, ক্রিস্টোফার ডেনহাম এবং জোশ জুকারম্যান।