মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালী উপজেলার আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, শনিবার (সকাল ১০ টায়) কাজী সিরাজুল ইসলাম হল রুমে মান সম্মত শিক্ষা নিশ্চিত কল্পে নারী শিক্ষা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষালকে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের গর্ভানিং বোডের সভাপতি ও আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাদিরদী কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যার সভাপতিত্বে ও উক্ত প্রতিষ্ঠানের স্কুল শাখার সহকারী শিক্ষক উজ্জল কুমার বিশ্বাসের সঞ্চলনায়, স্বাগত বক্তব্য প্রদান করেন, কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, মোল্লা আবু সাঈদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ আউয়াল আকন, বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ সরকার সুরাজ, এসময় বক্তব্য রাখেন, উক্ত প্রতিষ্ঠানের প্রভাষক, রকিবুল ইসলাম, জাহিদ হাসান, মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান মোল্যা, দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মীর বাবুল হোসেন, বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, শিউলি আক্তার, বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুস সালাম মোল্যা, এছাড়া অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।