1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২২৯ Time View

এনবি ডেস্ক :

বিমান বিধ্বস্ত হয়ে কলম্বিয়ায় ৫ রাজনীতিবিদসহ ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে।

নিহত পাঁচজন রাজনীতিবিদই সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলভারো উরিবের সেন্ট্রো ডেমোক্রেটিকোর সদস্য ছিলেন। খবর এনডিটিভি।

এক টুইটার বার্তায় সেন্ট্রো ডেমোক্রেটিকো দলটি বিমান দুর্ঘটনায় সাবেক সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইনপ্রণেতা ডিমাস ব্যারেরো, উদীয়মান গভর্নর এলিওডোরো আলভারেজ এবং ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজের মৃ্ত্যু নিশ্চিত করেছে।

এদিকে, বিমান দুর্ঘটনার ঘটনায় বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তার টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পার্টিতে অংশগ্রহণের জন্য উড়োজাহাজের যাত্রীরা ভিলাভিসেনসিও থেকে বোগোটা যাচ্ছিলেন। তবে কী কারণে বিমান বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category