1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

ফরিদপুর-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুনের নির্বাচনী প্রচারনা শুরু ও ঈদ পরবর্তী জনগনের সাথে শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৩০ Time View
Exif_JPEG_420

আঞ্চলিক প্রতিনিধিঃ
ফরিদপুর-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন নির্বাচনী এলাকায় প্রচারাভিযানে ব্যস্ত সময় পার করছেন। তিনি এই আসনের সাবেক পদত্যাগী এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মিয়ার ছেলে। বর্তমান আব্দুল্লাহ আল মামুন কেন্দ্রীয় আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি বিগত দিনে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সহঃ সম্পাদক , ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের এক ঝাঁক মনোনয়ন প্রত্যাশী মাঠে নেমেছেন। এরই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের অহংকার, উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব, সফল রাজনৈতিক পরিবারের সন্তান আব্দুল্লাহ আল মামুন প্রচারাভিযানে ব্যস্ত সময় পার করছেন। তিনি ফরিদপুর-১ আসনের তিন নির্বাচনী এলাকা বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালীতে সাধারণ মানুষের কাছে গিয়ে নিজের জন্য দোয়া এবং আওয়ামী লীগের জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। এরই লক্ষে মধুখালী উপজেলার বাগাট বাজারের প্রতিটি দোকানে দোকানে জনগন ও ব্যবসায়ীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন ও বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা বলেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সবার জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন ও তার পিতার আদর্শকে ধরে রাখার জন্য সকলের নিকট দোয়া ও ভোট কামনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আবুল কালাম আজাদ ইলিয়াস মিয়া , বাগাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফুল ইসলাম সুমন , বাগাট ইউনিয়নের সাবেক ইউ.পি. সদস্য মুজিবর রহমান, শওকত হোসেন মন্নু সহ বাংলাদেশ আওয়ামীলীগের বাগাট ইউনিয়ন শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ। সেই সাথে প্রচার-প্রচারনার সময় তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরছেন। নিজের প্রার্থীতা সম্পর্কে আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবো। দল যদি মনোনয়ন দেয় তবে নির্বাচন করবো। আর না পেলে দল যাকে মনোনয়ন দেবে তার নির্বাচন করবো।’ তিনি আরো বলেন, ‘তত্ত¡াবধায়ক সরকার গঠনের দাবিতে দলের প্রয়োজনে আমার বাবা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দুই বছর পরেই সংসদ থেকে পদত্যাগ করেন। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। তিনি দলের জন্য একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। এলাকার উন্নয়ন নিয়ে বাবা যে স্বপ্ন দেখতেন, পদত্যাগ করায় তার সেসব স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। আমি মনোনয়ন পেলে আমার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করবো।’ প্রসঙ্গত আব্দুর রউফ মিয়া বোয়ালমারী উপজেলায় তার নিজ গ্রাম ময়না ইউনিয়নের খরসূতিতে ‘খরসুতী চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয়’ এবং ‘বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ’ নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্টা করেন। পরবর্তীতে কলেজটিকে জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পূর্ব পর্যন্ত আব্দুল্লাহ আল মামুন ওই কলেজের সভাপতি ছিলেন। এছাড়া আল মামুন ‘খরসূতি চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়’র পরিচালনা পর্ষদের সভাপতি এবং আব্দুর রউফ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই মো. খালিদ হাসান সুমন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ পরিচালক, সেজো বোন আনজুমান আরা স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব, দুলাভাই রেজাউল হক টিটো তিতুমীর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং ছোট বোন জামাই নুর-এলাহি-মিনা মাননীয় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব-১ হিসেবে কর্মরত। উল্লেখ্য, আব্দুল্লাহ আল মামুনের বাবা আব্দুর রউফ মিয়া ১৯৯১ সালে আ’লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ২৪ হাজার ৫০৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। মাত্র দুই বছর পরেই ১৯৯৩ সালে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রি শেখ হাসিনার নির্দেশে সংসদ থেকে পদত্যাগ করেন। তিনি দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ছিলেন, দীর্ঘ ২৬ বছর বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ২০ বছর জেলা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। এই বলে সবার নিকট দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় শেষ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category