মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে “স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রকল্পের ট্যাবলেটসমুহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত শিক্ষার্থদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে ।
আজ ৬ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট তুলে দেন উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)মোঃ মুরাদুজ্জামান মুরাদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন , উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহাসহ প্রমুখ।
উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুই দফায় ৪৪১টি ট্যাবলেট বিতরণ করা হয়েছে।