1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

মধুখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৩৯ Time View

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালীতে রোবাবর (৮আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও রাজনৈতিক জীবনসঙ্গী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকী পালিত হয়।
মধুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ অংঙ্গসংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে জন্মবার্ষিকী পালিত হয়।
সকাল ৯ টায় উপজেলা বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে স্থাপিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে পুষ্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পরে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, মধুখালী থানা পুলিশ, মধুখালী পৌরসভায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর চিনিকল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে উপজেলা বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী থানান ইনচার্জ (ওসি) মো. সহিদুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও রাজনৈতিক জীবনসঙ্গী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৯৭৫ সালে ১৫ আগস্টে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মাহাবুবুর রহমান।
দুপুরে অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই ম্যাসিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শেখ ফজিলাতুন নেছা মুজিবের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম, দোয়া মাফিল ও বিশেষ প্রার্থনা উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category