1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

মধুখালীতে শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৫৪ Time View

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে বৃহস্পতিবার (৫আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালিত হয়। মধুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ অংঙ্গসংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে জন্মবার্ষিকী পালিত হয়।
৯ টায় উপজেলা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে পুষ্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, মধুখালী থানা পুলিশ, মধুখালী পৌরসভায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ভুমি অফিস, ফরিদপুর চিনিকল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে উপজেলা বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাসসহ প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালসহ ১৯৭৫ সালে ১৫ আগস্টে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মাহাবুবুর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category