1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

বোয়ালমারীতে অবশেষে ইউএনও ও ওসি সেই অসুস্থ রবিউলকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৭৪ Time View
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের পশ্চিম চরবর্নি গ্রামের সেই অসুস্থ রবিউল মোল্যাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মাইক্রোবাসে তাকে পাবনা পাঠানো হয়। তার সাথে গেছে রবিউলের বাবা মা ও
ফুফা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, পাবনা মানসিক হাসপাতালে যোগাযোগ করে রবিউল মোল্যাকে (৩৫) মঙ্গলবার ভোরে মাইক্রোবাসে পাঠানো হয়েছে এবং সেখানে তার ভর্তি ও চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। পাবনা মাসনিক হাসপাতালে সকাল ১০টার দিকে তারা পৌছে গেছে বলে ইউএনও নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, আমি আর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম মিলে রবিউলকে পাবনা মানসিক হাসপাতালে পাঠিয়েছি। আশা করি বরিউল খুব তারা তাড়ি সুস্থ হয়ে উঠবে। উল্লেখ্য মো. রবিউল মোল্যা (৩৫) নামে এক ভারসাম্যহীন যুবক বাড়ির একটি পরিত্যক্ত ঘরে দীর্ঘ প্রায় ১৮ বছর মাটির গর্তে বসবাস করছিল। তিন ভাইয়ের মধ্যে রবিউল বড়। সে পশ্চিম চরবর্ণি গ্রামের গ্রামের ভ্যানচালক মো. নুরুল মোল্যার ছেলে। রবিউলের মেঝ ভাই ইমরান মোল্যা ভ্যানচালক ও ছোট ভাই এনামুল মোল্যা মাদ্রাসায় লেখাপড়া করে। রবিউলের বয়স যখন ৬-৭ বছর তখন তার জ্বর হয়। জ্বরের পরে সে ভারসাম্যহীন হয়ে পড়ে বলে তার পরিবার জানায়। রবিউল মোল্যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের নজরে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category