বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলেন্ডার ও করোনা সামগ্রী দেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম মেম্বর মো. আব্দুর রহমান। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ সকল সামগ্রী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের কাছে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, কেন্দ্রীয় আ’লীগের উপকমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিমান রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ রাহাদুল আক্তার তপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকি, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃদুল প্রমুখ।