1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৪৬ Time View
নববার্তা ডেস্ক :
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার সদস্যের প্রতিনিধি দল। আজ রবিবার সকাল ১০টায় গুলশানের এবি টাওয়ারে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান।

শামসুদ্দিন দিদার বলেন, সকাল ১০টায় বিএনপি মহাসচিবের গাড়ি এবিসি হাউজে প্রবেশ করে। আগে থেকেই এই ভবনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূতরা অবস্থান করছিলেন।

জানা গেছে, ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে এ বৈঠক হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের দেশ ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা সেখানে উপস্থিত আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category