নিজস্ব প্রতিনিধি :
তীব্র গণআন্দোলনের মাধ্যমে বর্তমান ফ্যাসীবাদী জনবিছিন্ন এ সরকারকে বিদায় করা হবে। আজ শনিবার বিকাল ৫টায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর এ কথা বলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনাদেরকে ত্যাগের বিনিময়ে এ সরকারকে বিদায় করা হবে। আর এজন্য আপনাদেরকে সকল দ্বিধাদন্ধ ভুলে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। পাড়ায় মহল্লায় জনমত গড়ে তুলতে হবে আপনাদের।
মধুখালী রেলগেস্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে উপজেলা সাধারন সম্পাদক মো. আবুল কাশেম আবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, হায়দার আলী মোল্যা, বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা বাকী, ইয়াসিন বিশ^াস, আকিদুলইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা ও পৌর বিএনপি’র সকলস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।