1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুনে নিহত ১৭

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৬৭ Time View

জ্বালানি তেলের ডিপোয় ভয়াবহ আগুনে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। অগ্নিদ্বগ্ধ অবস্থায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ১২ জন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, প্রায় ৮-১০ ঘণ্টা ধরে আগুন জ্বলে। দমকলের ৫২টি ইঞ্জিন মিলে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন অনেকটা ছড়িয়ে পড়ায় আশেপাশের এলাকা খালি করা হয়েছে। কয়েক হাজার মানুষকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ মার্চ) রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরে তানাহ মেরাহ এলাকায় ‘প্লামপাং’ জ্বালানি স্টেশনে আগুন লাগে। এটি ইন্দোনেশিয়ার অন্যতম বড় তেলের ডিপো। রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পের্তামিনা ডিপোটি পরিচালনা করত। এই তেলের ডিপো থেকেই ইন্দোনেশিয়ার মোট জ্বালানির চাহিদার ২৫ শতাংশ সরবরাহ করা হয়।

জানা গেছে, আগুন লাগার সঙ্গে-সঙ্গে দমকলে খবর দেয়া হয়। তবে দাহ্য পদার্থে পরিপূর্ণ থাকায় তেলের ডিপোয় ভয়াবহ বিস্ফোরণ হয় ও আগুন আরও ছড়িয়ে পড়ে। আশেপাশের অঞ্চলের বেশ কিছু বাড়িও আগুনে পুড়ে গেছে।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ৫২টি দমকলের ইঞ্জিন ও কমপক্ষে ২৬০ জন দমকলকর্মী মিলে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভারী বৃষ্টি বা বজ্রপাতের কারণে তেল সরবরাহের কোনও পাইপলাইন ফেটে গিয়েছিল। সেখান থেকেই আগুন লেগে যায় তেলের ডিপোয়। দাহ্য পদার্থ হওয়ায় নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিদ্বগ্ধ অবস্থায় কমপক্ষে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, আশেপাশের অঞ্চল থেকে প্রায় ৬০০ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category