1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

একুশ আর একাত্তরের চেতনা একই : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৭ Time View

নববার্তা ডেস্ক :

একুশ আর একাত্তরের চেতনা একই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় আ.ফ. ম বাহাউদ্দীন নাসিম, আফজাল করিম, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, একুশ আর একাত্তরের চেতনা একই। সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী গোষ্ঠীর বিশ্বস্ত ঠিকানা ও পৃষ্ঠপোষক বিএনপি। এই অগ্নী সন্ত্রাসীদের রুখতে হবে। আর মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, একুশে ফেব্রুয়ারি গর্বের দিন। আজকের এই দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। অথচ ৩৫ কোটি মানুষের মায়ের ভাষা বাংলা ভাষা। এই ভাষা আজ পর্যন্ত জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যদা পায়নি। জাতিসংঘের কাছে আমাদের দাবি, এই দিনে মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আমাদের মাতৃভাষা বিশ্বের অন্যতম সেরা ভাষা হিসেবে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাবে। আমরা এই আশা করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category