1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

মধুখালীতে ব্যাংকগুলোতে উপচেপড়া ভিড়

Reporter Name
  • Update Time : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৩৪ Time View

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি:
তিনদিন ছুটির পর ব্যাংক খুললেও লেনদেনের সময় কম হওয়ার কারণে ব্যাংকগুলোতে গ্রাহকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার(২ আগস্ট) ফরিদপুরের মধুখালী উপজেলা এলাকার ব্যাংকগুলোতে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, শুক্র ও শনিবার একটানা দুই দিনের সাপ্তাহিক ছুটির সাথে রোববার একদিন অতিরিক্ত বন্ধ ছিলো ব্যাংক, যার ফলে ভির কিছুটা বেশি। তারপর করোনার সংক্রমণ রোধে ব্যাংকিং সময় (সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত) এসব কিছু মিলিয়ে গ্রাহকরা টাকা উত্তোলন ও জমা দিতে ভিড় করেছে ব্যাংকগুলোতে। সোমবার সকালে সোনালী ব্যাংকের মধুখালী উপজেলা কমপ্লেক্স শাখা ও মধুখালী শাখায় গিয়ে দেখা গেছে, মুখে মাস্ক থাকলেও সামাজিক দুরত্ব মানছেন না কেউ।
মধুখালী সোনালী ব্যাংক ম্যানেজার মো. দিদারুল আলম বলেন, স্বাস্থ্যবিধির অংশ হিসেবে আমরা সব সময় গ্রাহকদের শাখায় প্রবেশের আগে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার ব্যবস্থা রেখেছি। লেনদেনের সময় সীমিতর মধ্যে নিরাপদ শারীরিক দূরত্ব মেনে অপেক্ষা করতে বলেছি। মাতৃত্বকালীন ভাতার টাকা নিতে আজ ভিড় আরো বেশি। এর মধ্যে আমাদের দুজন কর্মকর্তা কভিড-১৯ আক্রান্ত হয়েছে।
উপজেলার কামারখালী, মধুখালী লেনদেন চলাকালীন সময়ে পূবালী ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, প্রাইম ব্যাংক সহবিভিন্ন ব্যাংক ঘুরে এমন চিত্র চোখে পড়েছে। বেশিরভাগ ব্যাংকে ছিল গ্রাহকদের ভিড় চোখে পড়ার মত। গ্রহকদের বাড়তি ভিড়ের কারণে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের। ব্যাংকের প্রবেশপথে নিরাপত্তা রক্ষীরা বিষয়টি কঠোরভাবে পরিপালন করছেন। মাস্ক ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category