বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা চতুল ইউনিয়নের বাইখির মোড়ে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সৌরভ দাস (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় তার মোটরসাইকেলে থাকা আরো দুই ব্যক্তি আহত হয়। আহত সৌরভ দাস রুপাপাত বাজারে চালের ব্যবসা করে। তারা এক ভাই এক বোন। আহত বাকি দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। জানা যায়, উপজেলার রুপাপাত গ্রামের হরিপদ দাসের ছেলে সৌরভ দাস (২৮), একই গ্রামের নন্দ বণিকের ছেলে চয়ন বনিক (১৯), ইকবাল হোসেনের ছেলে অপু আহমেদ (২০) রবিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে এক মোটরসাইকেলে বোয়ালমারী থেকে কালিনগর যাওয়ার পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির মোড়ে বাস ওভারটেক করতে গেলে বিপরিত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক সৌরভ। এ সময় তার সাথে থাকা অপর দুই আরোহী আহত হয়। হতদের স্থানীয়রা উদ্ধার করে য়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞানব্রত শুভ্র সৌরভকে মৃত ঘোষনা করেন। বোয়ালমারী থানার এসআই মামুনুর রশিদ বলেন, ঘাতক ট্রাকটি চিতা ঘটনা নামকস্থানে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের ব্যাপারে আইনী প্রক্রিয়াধীন রয়েছে।