1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

মরুর দেশ সৌদি আরবের পাহাড় ঢেকে গেছে শুভ্র তুষারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬৫ Time View

নববার্তা ডেস্ক :

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকে মরুভূমির দুর্গম অঞ্চল হিসেবেই চেনেন বিশ্ববাসী। তবে এবারের শীতে মরুর দেশটিতে দেখা গেলো শুভ্র তুষার।

সৌদি আরবের তাবুক অঞ্চলের আল-লজ এলাকার পাহাড়গুলোতে গত দুইদিন ধরে এ তুষার জমা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত দুইদিন ধরেই তাবুক অঞ্চলের আল-লজ এলাকার পাহাড়গুলো বরফে ঢাকা ছিল। পাহাড়ে তুষার জমায় এলাকাটিতে ভিড় করছেন দর্শনার্থীরা।

উত্তরাঞ্চলীয় আবহাওয়া কেন্দ্রের ন্যাশনাল সেন্টারের শাখার পরিচালক আলেনিজি বলেন, সৌদি আরবের উত্তরাঞ্চলে, বিশেষ করে আল-লজ পর্বতমালা ও সংলগ্ন এলাকায় তুষারপাত দুটি প্রধান কারণের উপর নির্ভর করে।

প্রথমত, এই অঞ্চলে যে বাতাস চলাচল করে সেটির তাপমাত্রা কেমন রয়েছে। সেটির ওপর নির্ভর করে এই পরিবেশ ফিরিয়ে আনতে। উপযুক্ত আদ্রতা পেলে আলকান ও আল-লজ পর্বতের উত্তর-পশ্চিমাঞ্চলে তুষারপাত হয়ে থাকে। নিম্নচাপ বৃদ্ধি পেলে এই অবস্থা ছড়িয়ে পড়ে দক্ষিণের অঞ্চলেও। এমনকি তাবুকের পশ্চিমে হাসমি পর্বতেও তুষারপাত হতে পারে। তবে দক্ষিণে হাররাহ পর্বতে এমন দৃশ্য জন্মায় না।

এই কর্মকর্তা বলেন, দ্বিতীয় কারণ হলো, মেরু অঞ্চলে হিমায়িত এলাকা সৃষ্টি হলে এই অঞ্চলেও এর বায়ুমণ্ডলীয় স্তরের প্রভাব পড়ে।

তবে এই তুষারপাত কতটা গভীর সেটি জানাতে পারেননি আলেনিজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category