ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিতে অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ পুরোপুরি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। দেশজুড়ে ‘জরুরি ব্ল্যাকআউট’ বাস্তবায়ন করতে বাধ্য হয়েছে ইউক্রেন।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, মধ্যাঞ্চলীয় শহর ক্রেভই রিয়াতে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে তিন জন ও দক্ষিণাঞ্চলীয় শহর খারসনে রুশ গোলাবর্ষণে একজন নিহত হয়েছে।